গাজীপুর প্রতিনিধিঃ আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে আজ শনিবার(২১নভেম্বর ২০২০) বিকেলে গাজীপুরে টঙ্গীতে আই আর আই মিলনায়তনে এক আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায়, নিহত রশিদ ভূঁইয়ার সহধর্মিনী সংরক্ষিত নারী আসনের এমপি , শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ্ খান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে আব্দুর রশিদ ভূঁইয়ার জীবনী নিয়ে আলোচনা করেন ও সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি’র রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।
২০১৩ সালের ৮ নভেম্বর দিবাগত রাতে ৬৭ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রশিদ ভূঁইয়া।