গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরে ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগরের টেকনগপাড়া,সাগরসৈকত কমিনিউনিটি সেন্টারে আজ মহানগর বাসন থানা মহিলা শ্রমিক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর বাসন থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি মোসাঃ মলি আক্তারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনে এমপি জনাবা শামসুন্নাহার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, গাজীপুর মহানগর শ্রমিক লীগের ১ নং যুগ্ন আহ্বায়ক কবির আহমদ মন্ডল, মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার জুমুইর ।
সভায়,বঙ্গবন্ধুর খুনের বিষয়ে জিযাউর রহমান জড়িত থাকার বিষয়টি বিএনপি কোনভাবেই এড়িয়ে যেতে পারেন না বলে জানান, বক্তারা,এসময় পলাতক খুনিদের দেশে এনে দ্ররত শাস্তি দাবী জানানো হয় ।
সভা শেষে ১৫ আগষ্ট ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া করা হয় ও তবারক বিতরণ করা হয়।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও মহিলা শ্রমিক লীগের নেত্রী বৃন্ধু উপস্থিত ছিলেন।