গাজীপুরে মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা
মোঃ আব্দুল হামিদ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর  মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে দুপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ৩১৩(মহিলা-আসন ১৩) শামসুন্নাহার ভূঁইয়া এম পি, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।