গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ ।
রোববার গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু আহমেদ (৪০) দিনাজপুর সদর থানার গোবিন্দনগর মন্দিরপাড়া এলাকার মৃত: আলম হোসেনের ছেলে ।
পুলিশ জানায়, আলম হোসেন তার স্ত্রী সন্তানদের নিয়ে জিএমপি কোনাবাড়ি থানার আমবাগ উত্তরপাড়া মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতো। ওই কিশোরীর মা পোশাক কারখানায় রাতের সিফটে ডিউটি থাকায় বাবা-মেয়ে একই রুমে ঘুমানোর সুযোগে গেলোরাতে তাকে ধর্ষনের চেষ্টা করে। তার আত্নচিৎকারে পাশের ভাড়াটিয়ারা জানতে পারে । পরে স্থানীয়রা বাবাকে আটক করে ‍পুলিশে সোপর্দ করে।
রোববার দুপুরে কিশোরীর মা বাদি হয়ে জিএমপি কোনাবাড়ি থানায় মামলা দায়ের করেছে।
জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন । বাবা রাজু আহমেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।