গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে হতদরিদ্র, শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার জন্য মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার(২০জানুয়ারী) দুপুরে মহানগরীর সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, মাদ্রসাটির সভাপতি মো.ফজলুর রহমান, যুবলীগ নেতা ইকবাল আহমেদ, আমান উদ্দিন সরকারসহ মহানগর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার দু:স্থ ও অসহায় নারী-পুরুষের মধ্যে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগ নেতাকর্মীরা সাধারণ হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধু যুবলীগ নয়, যে কোন সঙ্কটে আওয়ামীলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।