গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের সালনা এলাকায় বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে চার ডাকাত সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের আতাহার আলী (৩৫) ও উজ্জ্বল মিয়া (৩০), ময়মনসিংহের মো. নজরুল ইসলাম ওরফে রুবেল (৩৫) ও পটুয়াখালীর মো. জাকির হোসেন (৩৭)।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ডাকাতচক্র প্রাইভেটকার নিয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আলম এশিয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করে। ফোনকল পেয়ে টহল ডিউটিতে নিয়োজিত র্যাবের দল ঘটনাস্থলে গিয়ে বাসটি ঘিরে ফেলে এবং তাতে তল্লাশি চালায়।
এসময় একটি চাপাতি, দুইটি চাকু, চারটি মোবাইল ফোন, ৬ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। তাদের বিরুদ্ধে গাজীপুর সদর (মেট্রো) থানায় মামলা হয়েছে।