গাজীপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও র্যাব সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে দুস্থ্য অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে র্যাব ১ গাজীপুর। বৃহস্পতিবার দুপুরে (০৭ জানুয়ারি ২১ ) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ১ গাজীপুরের উদ্যোগে পোড়াবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় ।
এসময় র্যাব -১, পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন এর উপস্থিতিতে গরীব অসহায় ও প্রায় একহাজার শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুল ইসলাম, পোড়াবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মনির হোসেনসহ র্যাব কর্মকর্তাগণ।