গাজীপুরে শিল্প পুলিশের সাথে কারখানা মালিকদের মতবিনিময় সভা
মোঃ আব্দুল হামিদ, গাজীপুর প্রতিনিধিঃ
শিল্প পুলিশের একটি দল গাজীপুরে কারখানা মালিকদের সাথে নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা করেন।
রবিবার বিকেলে গাজীপুর মহানগরের বাইপাস চৌধুরী বাড়ি এলাকায় বেশ কয়েকটি কারখানা গুরে দেখেন শিল্প পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ শফিকুল ইসলাম। এসময় কারখানার মালিক দের সাথে মতবিনিময় ও শিল্প-কারখানায় উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে শিল্প পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় কারখানার মালিকরা শিল্প পুলিশের আরো নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সদস্য এবং ডিবিসি নিউজ এর ডিরেক্টর সালাউদ্দিন চৌধুরী, স্টাইলিস্ট গার্মেন্টসের এম ডি মাকসুদা চৌধুরী মিশা , গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জালালুর রহমান সহ বিভিন্ন কারখানার মালিকগন।পরে দলটি স্টাইলিস্ট গার্মেন্টস, অপু ও শাওমি মোবাইল লিমিটেড সহ বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেন ।