গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় মহানগর শ্রমিক লীগের উদ্যোগে গরীব ও দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগরের তেলিপাড়ার টিএন্ডটি রোড এলাকায় মহানগর শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক কবির আহমদ মন্ডলের সভাপতিত্বে বিজয় দিবসের এক অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায়দের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। গাজীপুরের (সংরক্ষিত মহিলা আসনের) এমপি শামসুন্নাহার ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এসময় কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম ও কাউন্সিলর কাদির মন্ডলসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।