গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের গাছা থানাধীন হাজীরপুকুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব । এসময় একটি সাদা রংয়ের পাইভেটকার জব্দ করা হয় । এসময় ঘটনাস্থল থেকে ৪ মাদক ব্যবসায়ীকে

আটক করে র‌্যাব সদস্যরা ।

গেলোরাতে জিএমপি গাছা থানাধীন ছয়দানা হাজীর পুকুর ষ্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর একটি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক ও ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয় । র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কামান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাছা থানাধীন হাজীর পুকুর এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । অভিযানকালে মাদক বিক্রি সাথে জড়িত কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসুরচর এলাকার মৃত জমশেদ মোল্লার ছেলে এরশাদ মোল্লা(৩৭), ফেনী সদর উপজেলার ফুর্ব উকিলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক(৩১), শরীয়তপুরের ডামুড্ডা উপজেলা সদরের মৃত হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম সুমন(৪০) এবং ফেনী সদর উপজেলার চেওরিয়া সোহাগ মিয়ার বাড়ির মৃত আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সোহেব(৩০)কে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সাদা রঙ্গের প্রাইভেটকার, নগদ ৩হাজার একশ বিশ টাকা এবং ৮টি মোবাইল ফোন জব্দ করা হয় ।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজেসে চোরাইপথে ইয়াবা ট্যাবেল্ট আমদানি করে জিএমপি, গাজীপুর গাছা থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল । তারা রাজধানীর বিভিন্ন এলাকায় এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়ায় থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো বলেও জানান, ওই কর্মকর্তা । রাতেই তাদের জিএমপি গাছা থানায় হাস্তান্তর করা হয়েছে ।