গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলা মনিপুর এলাকায় পাঁচটুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেহানা আক্তার। এ ঘটনায় নিহতের স্বামী জুয়েল আহমেদ কে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। রবিবার মনিপুরে আরাবী ফ্যাশন সংলগ্ন তিনটি স্থান থেকে লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী জানান, সে সুনামগঞ্জ জেলার বিশ্বাম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের কচির গাতি গ্রামের বাতেন এর ছেলে এবং রেহানা একই এলাকার মালেকের মেয়ে। তারা সম্পর্কে বিয়াই-বিয়াইন, প্রেমে জড়িয়ে দু’বছর আগে পালিয়ে বিয়ে করেন। মনিপুর এলাকায় জাকিরের বাড়িতে ভাড়া থাকেন। রেহানা স্থানিয় আরাবী ফ্যাশনে চাকরি করতেন। জুয়েল চাকরি হাড়িয়ে কাপড়ের ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার পারিবারিক কলহের এক পর্যায়ে টয়লেটের দরজা আটকে রেহেন আত্মহত্যা করে । পরে জুয়েল ফেসে যাওয়ার ভয়ে লাশ গুম করার উদ্দেশ্যে রেহানার মৃতদেহ ৫ টি খন্ড করে বস্তাায় ভরে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়রা ফোন দিলে আমরা ঘটনাস্থলে যাই। স্বামীকে আটক করি এবং লাশের খন্ডিতাংশ উদ্ধার করি। এবং ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাটায় । এ ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।