গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়শন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি স্বাস্থ্যকর্মীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি উদ্যোগে সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা কার্যালয় গাজীপুরে সারাদেশের ন্যায় এ কর্মবিরতি পালন করেন।
গত ২৬ নভেম্বর থেকে শুরুকরছে এই কর্মবিরতি পালন। বক্তরা তাদের দাবি দ্রত মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী কে আহ্বান জানান। কর্মবিরতি পালন কালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়শন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি গাজীপুরের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি নেতা কর্মী ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
।