গাজীপুরে সড়ক র্দূঘটনায় এক পোশাক কর্মি নিহত
ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ী এলাকায় দুপুরে রাস্তাপারাপারের সময় শ্যামলী পরিবহন বাস চাপায় গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেন নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছে।
নিহত ফারুক হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ছেলে ,তিনি মালেকের বাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানী আলিফ ক্যাজুয়ার অয়ার লিঃ পোশাক কারখানায় চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ বুলু জানান, দুপুরে মালেকের বাড়ি এলাকায় আলিফ ক্যাজুয়াল পোশাক কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহন নামে একটি বাসে চাপায় আহত হয়, পরে তাকে দ্রত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ সময় স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা শ্যামলী পরিবহন বাসে আগুন দেয় ও ২ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে, বাস মালিক ও কারখানার মালিক উভয়ের ক্ষতিপূরণের আশ্বাস রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা।