গাজীপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের ২৩নং ওয়াডের পোড়াবাড়ি সাবেরিয়া দাখিল মাদ্রাসায় “আলহাজাব মোঃ আলী হোসেন ফাউন্ডেশনে”র উদ্যোগে পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে আলী হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, র্যাব-১, গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ল্যাফটেনেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন । এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কামাল আহম্মেদ মাষ্টার,মাহবুবুর রহমান,শহীদুল ইসলাম মোল্লাহ ফরিদ আহম্মেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।