গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি)’র দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার ভোরে জেলার শ্রীপুর থানাধীন বারতোপা বাজার মাওনা ইউপির মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ময়মনসিংহের কোতোয়ালি থানার মীরকান্দা পাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে এবং গাজীপুরের শ্রীপুরের বেজঝুড়ি মহিলা মোড় মসজিদের ইমাম ও খতিব মো. সারোয়ার হোসেন সবুজ ও একই জেলার হালুয়াঘাট থানার করুয়াপাড়া গ্রামের মো. সাদেক আলীর ছেলে ও শ্রীপুরের বড়বাইদ আব্দুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মো. এহসানুল হক।
এ সময় তাদের দেহ তল্লাশী করে দশটি উগ্রবাদী বই এবং উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানান, তারা হুজিবি’র সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।