গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের ২নং সিএন্ডবি বাজার বাসস্ট্যান্ড এলাকা হতে মলম/অজ্ঞান পার্টির চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।০৬ আগস্ট ২০২০ইং রাত সাড়ে তিনটার দিকে র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসষ্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড মধুবন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান চালিয়ে মলম/অজ্ঞান পার্টির ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-(১)গাজীপুর মহানগরের বাসন থানার বউবাজার এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মিনহাজ(১৮), (২)চট্রগ্রামের ভোজপুর থানার শান্তিনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আরিফুল(১৭) আরিফুল মহানগরের বাসন থানার রওশন সড়ক বুড়ির মোড় এলাকার জহিরুলের বাড়ীর ভাড়াটিয়া,(৩) নরসিংদী সদও থানার বুদ্দামারা এলাকার ব্রিক চাঁনের ছেলে রাব্বি ইসলাম(১৭) রাবিব গাজীপুর মহানগরের বাসন থানার যমুনা টেংকি এলাকার রফিকের বাড়ীর ভাড়াটিয়া।
র্যাব-১ গাজীপুর, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ মলম/অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের দখল হতে ০১(এক) টি চাপাতি, ০২(দুই) টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ০৪(চার)টি মলম এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে শ্রীপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।