গাজীপুর প্রতিনিধিলঃ গাজীপুরে ৫দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল এর ৭১৮ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে।টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেন এন্ড কলেজে আজ আনুষ্ঠানিকভাবে কোর্স উদ্বোধন করেন টঙ্গী থানা প্রাথমিক শিক্ষা অফিসার শিখা বিশ্বাস। আলতাফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর জেলা স্কাউট কমিশনার ওয়াদুদুর রহমান,সদর উপজেলা স্কাউট সম্পাদক খলিলুর রহমান, ফাতেমা যোহরা প্রমূখ বক্তব্য রাখেন। কোর্সে গাজীপুর সদর উপজেলা বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে এবং ১০জন প্রশিক্ষক যোগদান করেন।৫দিনব্যাপী আবাসিক কোর্সটি আগামী ৩০ ডিসেম্বর কোর্স শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।