গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারনের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।অভিযুক্ত উজ্জল মিয়া(৩০) মানিকগঞ্জ সদর থানার নয়নকান্দি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। উজ্জল মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার শামীম মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইলেক্ট্রিকের কাজ করতো ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমের স্বামী অভিযুক্ত উজ্জল মিয়ার সাথে ইলেক্ট্রিকের কাজ করতো । এই সুবাদে বাসায় যাতায়াতের সুযোগে গত ৭ জুলাই রাতে ভিকটিমের স্বামী বাসায় না থাকায় ৭ মাসের অন্ত:সত্ত্বা ওই নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে । ওই ভিডিও তার স্বামীকে দেখানোর ভয়-ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে আরো চার-পাঁচ দিন ধর্ষণ করে । নিরুপায় হয়ে ধর্ষণের ঘটনাটি ওই নারী স্বামীকে জানায় । বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ির মালিক সময়ক্ষেপন করিতে থাকে । এক পর্যায়ে ভিকটিম ও তার স্বামীকে আটকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষনের কোন ঘটনা ঘটে নাই মোবাইলে স্বীকারোক্তি নেয় বাড়ির মালিক । এরপর ভিকটিমের স্বামীসহ বাড়ি থেকে বের করে দিয়ে রুমে তালা লাগিয়য়ে দেয় বাড়ির মালিক সেলিম হোসেন । এঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েল করলে পুলিশ উজ্জলকে গ্রেফতার করেছে ।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার সাহা বলেন,ওই ঘটনায় ধর্ষক উজ্জল মিয়া কে গ্রেফতার করা হয়েছে ।