গাজীপুর প্রতিনিধিঃ 
বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস উৎযাপন করা হয়েছে । সকালে জেলা প্রশাসন , জেলা ও মহানগর আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় । এদিকে, গাজীপুরের কোনাবাড়ীতে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্য বিনামুল্যে অনলাইন আবেদন কর্মসূচি শুরু করা হয়। কোনাবাড়ী থানা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় একাদশ শ্রেনীতে ভর্তি ইচ্ছুকদের বিনামুল্যে ভর্তির ব্যবস্থা করা হবে ।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, মহানগর সদস্য আব্দুর রহমান মাস্টার বঙ্গবন্ধু কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব আনিসুর রহমান মাস্টারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।