গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে । নিহত মুনশেফা আক্তার(৩০) রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদু মিয়ার স্ত্রী । সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।

নিহতের ভগ্নিপতি আশিক মিয়া জানান, স্বামী-স্ত্রী দুই জনই ভোগড়া বাইপাস কাঁচামালের আড়তে দিনমজুরের কাজ করতো । কয়েকদিন যাবৎ দুইজনের মধ্যে ঝগড়া বাদে ।এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ওযু করতে যায় মনশেফা ।ওযু করতে দেরি হওয়ায় দুই জনের মধ্যে বরাবরের মতো ঝগড়া বাধে । পরে বিষয়টি রাতেই পারিবারিকভাবে মিমাংসা করা হলে সকলেই নিজ নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে যায়।
আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যারে পর স্বামী পালিয়ে গেছে।