গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা । আজ বিকেলে গাজীপুর মহানগরের সালনা বাস ষ্টেশন এলাকায় ১৯, ২০, ২১,২২ ও ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীরা এ বিক্ষোভ করে ।বিক্ষোভে গাজীপুর মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এ,কে,এম, খালেকুজ্জামান, মহানগর আওয়ামীলীগ সদস্য ফজলুর রহমান, মতিউর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা অংশ নেন। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রীড কিছু লোক নিয়ে ঘোষিত এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানান, নেতাকর্মীরা । বিক্ষোভকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । আধাঘন্টা পর নেতাকর্মীরা মহাসড়ক থেকে সড়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।