গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহনগর মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা দিরাশ্রম দিপালী রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ নভেম্বর) বুধবার দিন ব্যাপী এই মতবিনিময় সভায় ৫৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সমম্পাদকগন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সেলিনা ইউনুসের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ফাহিমা আক্তার হোসনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের ৫৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।