গাজীপুর মাওনা চৌরাস্তায় বিদ্যুৎ পৃষ্ঠে এক রঙ মিস্ত্রীর মৃত্যু!
মোঃ আব্দুল হামিদ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে দুলাল(৪০) নামে এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়।
নিহত দুলাল মিয়া তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
মাওনা চৌরাস্তায় এলাকায় দুপুরে এঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় জোহর আলী কমপ্লেক্সের তিনতলা ভবনের ওয়ালের বাহির দিকে রঙ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ এর মেইন লাইনের তারের সাথে সট লেগে দুলাল ( ৪০) নামে এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।