গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মেট্টোপলিটন পুলিশ (জিএমপি)’তে নব নিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন খন্দকার লুৎফুল কবির (পিপিএম)। তিনি তৃতীয় পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মেট্টোপলিটন পুলিশে যোগদান করছেন। এর আগে খন্দকার লুৎফুল কবির খুলনা মেট্টোপটিলন পুলিশের কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
জিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জাকির হাসান জানান, ২৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার হিসেবে খন্দকার লুৎফুল কবির যোগদান করেছেন। তিনি ১৫ তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। পুলিশ একাডেমি সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে এএসপি হিসেবে হবিগঞ্জ জেলায় যোগদান করেন। ২৫ বছরের কর্মজীবনে তিনি খাগড়াছড়ি, লক্ষীপুর, নারায়নগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কসোভো, সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে লুৎফুল কবির পিপিএম (সেবা ) ও আইজিপি ব্যাজ পুরস্কার প্রাপ্ত হন।
লুৎফুল কবির ১৯৬৯ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলার সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া গ্রামে জম্ম গ্রহণ করেন। নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় ও নরসিংদী সরকারি কলেজ থেকে যথাক্রমে ১৯৮৩সালে ও ১৯৮৫ সালে এসএসসি ও এইচএসসি পাশ করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ইকোনমিক্সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।