গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সদর থানা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিং এর কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড ভানুয়া এলাকায় ২৪ নং ওয়ার্ড বিট পুলিশিং এর কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বাধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার মাহাম্মদ শরিফুর রহমান, সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া সহ অন্যরা।
আইন-শৃঙ্খলা আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এ প্রদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান, গাজীপুর মেট্রোপলিন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন।