গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরের শিববাড়ী এলাকার ইউরোবাংলা কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ. ক.ম মোজাম্মেল হক । সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। সাংবাদিকদের সাহসিকতার সাথে যথা সময়ে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান, বক্তরা ।