গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২০- ২১ অর্থবছরের ৫ হাজার ৭ কোটি ২১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেয়া হয়েছে এবারের বাজেটে। রবিবার(০৯ আগস্ট ২০২০) সিটি করপোরেশনের মিলনায়তনে এ বাজেট ঘোষনা করেছেন সিটি মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম । বাজেটে ট্যাক্স, ফিস, ইজারা ও টোল অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৫ কোটি টাকা।
শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বেশি গুরুত্ব দিয়ে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবছরের বাজেটে নাগরিকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নাগরিকদের ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন,সিটি মেয়র ।