গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করলেন-পেনেল মেয়র আসাদুর রহমান কিরন।

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করলেন-পেনেল মেয়র আসাদুর রহমান কিরন।

গাজীপুর প্রতিনিধিঃ রবিবার (২৮ নভেম্বর ) দুপুরে এক আনন্দঘন পরিবেশে সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলামের নিকট থেকে তিনি এ দায়িত্ব গ্রহন করেন।

এ উপলক্ষে দায়িত্ব গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণ ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর শাহজাহান সাজু, ভাওয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র আলিম মোল্লা,প্যানেল মেয়র আয়েশা আকতার, , কাউন্সিলর আব্দুল্যা আল মামুন মন্ডল প্রমুখ ।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, “সিটি কর্পোরেশনে কোন অনিয়মের স্থান নেই। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব পালন করবো সুষ্ঠুভাবে।
জনগনকে সেবা করে যাব ইনশাআল্লাহ্।