গাজীপুরের শ্রীপুরে বাসায় ডেকে নিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
গাজীপুর থেকে এম,এ,হামিদঃ
গাজীপুরের শ্রীপুরে মকতব থেকে ফেরার পথে বাসায় ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে । পুলিশ অভিযুক্ত আমিনুল ইসলাম(৪৫)কে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে ।
অভিযুক্ত আমিনুল ইসলাম (৪৫) ওই গ্রামের শামসুদ্দিনের ছেলে ।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের দক্ষিন পাড়া মসজিদের মকতবে প্রতিদিনের মতো ৭ বছরের ওই শিশু পড়তে যায় ।
মকতব শেষে ফেরার পথে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আমিনুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করে । এসময় কান্নাকাটি শুরু করলে তার হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি নিজ বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঘটনা খুলে বলে। শিশুর স্বজনরা , বিষয়টি ওই মকতবের ইমামকে জানালে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয় । পুলিশ শিশুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।
শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভু্ইয়া জানান , খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।