গাজীপু‌রের শ্রীপু‌রে বাসায় ডে‌কে নি‌য়ে‌ শিশু ধর্ষণ, অ‌ভিযুক্ত গ্রেফতার 
গাজীপু‌রের শ্রীপু‌রে বাসায় ডে‌কে নি‌য়ে‌ শিশু ধর্ষণ, অ‌ভিযুক্ত গ্রেফতার
গাজীপুর থেকে এম,এ,হামিদঃ
গাজীপুরের শ্রীপুরে মকতব থে‌কে  ফেরার প‌থে  বাসায় ডে‌কে নি‌য়ে সাত বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উ‌ঠে‌ছে । পু‌লিশ  অভিযুক্ত আ‌মিনুল ইসলাম(৪৫)কে আটক ক‌রে‌ছে পু‌লিশ  । বৃহস্পতিবার সকা‌লে  শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে ।
অভিযুক্ত আমিনুল ইসলাম (৪৫) ওই গ্রামের শামসুদ্দিনের ছেলে ।
ভুক্তভোগীর স্বজনরা জানায়,  উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের দক্ষিন পাড়া মস‌জি‌দের মকত‌বে  প্রতি‌দি‌নের ম‌তো  ৭ বছরের ওই শিশু পড়‌তে যায় ।
মকতব শে‌ষে ফেরার প‌থে  কৌশলে বাড়িতে ডে‌কে নিয়ে আমিনুল ইসলাম   শিশুটিকে ধর্ষণ করে । এসময় কান্নাকাটি শুরু করলে তার হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে শিশুটি নিজ বাড়িতে গি‌য়ে স্বজনদের কাছে ঘটনা খুলে বলে। শিশুর স্বজনরা , বিষয়টি ওই মকত‌বের  ইমামকে জানালে তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয় ।  পু‌লিশ শিশু‌টি উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পা‌ঠি‌য়ে‌ছে ।
শ্রীপুর মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভু্ইয়া জানান , খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে ।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ।