গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে টেটলী এসিআই (বাংলাদেশ)লিমিটেডকে মেয়াদ উত্তীর্ণ চা প্যাকেট জাত করে বাজারজাত করার দায়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয় । র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান পরিচালনা করেন ।
র্যাব জানায়,. টেটলী এসিআই (বাংলাদেশ) লিমিটেড কারখানায় টাটা ব্র্যান্ডে চা হারভেস্টিং এর চা মেয়াদ বারিয়ে প্যাকেজিং ও বাজারজাত করে আসছিলো ।গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র্যাব । অভিযোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম কারখানা কর্তৃপকক্ষকে ১৭ লাখ টাকা জরিমানা করেন ।
এছাড়া নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন কারখানায় অভিযান চলমান রয়েছে । এ সময় র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মানুনসহ ঔষধ প্রশাসনের কর্মকর্তরা সঙ্গে রয়েছেন ।