বিশেষ প্রতিনিধিঃ ধন ধান্যে পুষ্পে ভরা নৈসর্গিক দৃশ্যের  লীলাভূমি দুটি পাতা একটি কুঁড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর, দরগা বাজারে হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ এর সার্বিক সহযোগিতায় ও উজান মেহেরপুর ইয়াং চ্যারিটি ক্লাবের আয়োজনে “স্বেচ্ছায় করলে রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ”স্লোগানকে সামনে রেখে এবং জনসাধারণ কে স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুদ্ধকরণের লক্ষে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৮ শে মে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উজান মেহেরপুর দরগাহ বাজার দাখিল মাদরাসায় এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০ জনের মত পুরুষ মহিলাকে  বিনামুল্যে তাদের মহামুল্যবান রক্তের গ্রুণ নির্ণয় করে দেয়া হয়েছে। উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন উজান মেহেরপুর ইয়াং চ্যারিটি ক্লাবের দায়িত্বশীল  সদস্য বৃন্দ এবং হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ এর সম্মানিত সভাপতিঃ মোঃ সেলিম হাসান, সহ-সভাপতিঃ মাছুম আহমদ, সাধারণ সম্পাদকঃ শহিদুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদকঃ কামরুল হুসেন, অর্থ সম্পাদকঃ কামরুল ইসলাম নাজিম, ধর্ম বিষয়ক সম্পাদকঃ শেখ আব্দুল্লাহ ইকরামা, সদস্যঃ জুবায়েল আবেদিন, হিলফুল ফুযুল ব্লাড ফাউন্ডেশন ঢাকাদক্ষিণ এর গ্রুপ এডমিন নওসাদ উদ্দিন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।