বিশেষ প্রতিনিধিঃ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কুশিয়ারা নদীর গা ঘেষে অবস্থিত বহরগ্রামের আল খায়ের ফাউন্ডেশন মোল্লাবাড়ীর উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফুটাতে এবং প্রায় অর্ধশতাধিক পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ ১১ মে ২০২১ ইংরেজি মঙ্গলবার দুপুরে বহরগ্রামের মোল্লাবাড়ীতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিরতন করা হয়।

মাওলানা রশিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-খায়ের ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামেয়া ইসলামিয়া বহরগ্রামের সুনামধন্য মহাপরিচালক হযরত মাওঃ এনামুল হক সাহেব, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব নুরুল হুদা, জনাব বদরুল ইসলাম, জনাব আব্দুল কদ্দুস, জনাব কমর উদ্দিন, জনাব আব্দুশ শুকুর মামুন, মাওঃমাজেদ আহমদ, আলমগীর হোসেন,মাওঃ শফি আহমদ, হাঃফাহিম আহমদ, হাঃ লুকমান আহমদ নাঈম, সৌরভ আহমদ, হাঃছালিম আহমদ, সাজেদ আহমদ সহ প্রমুখ।

সবশেষে মাওলানা এনামুল হক সাহেবের দোয়ার মাধ্যমে উক্ত ঈদ সামগ্রী বিতরণি অনুষ্ঠান সমাপ্ত হয়।