রামপাল উপজেলা প্রতিনিধি: রামপালে গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাড়ে ৩ টার সময় গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস চত্বরে গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সহ – সভাপতি মোঃ আলিদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় প্রধান অতিথি তালুকদার আঃ খালেক বলেন, সরকারের উন্নয়ন ও সফলতার বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে এবং আগামী ইউনিয়ন নির্বাচনে সবাইকে একত্রিত হয়ে দলীয় প্রতিকের প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহবান জানান সিটি মেয়র।
গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সেচ্ছাসেবকলীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক শেখ সাদী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম গাজী, উপজেলা ছাত্রলীগের সহ – সভাপতি কল্লোলে বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন এর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ এবং গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।