নেত্রকোণা প্রতিনিধি: দূর্গাপুর পৌরসভার
মেয়র নির্বাচিত হওয়ার আগ থেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় দুর্যোগে প্লাবনে পাশে থেকেছেন আলাল উদ্দিন তারপর নির্বাচন করে ভোটে নির্বাচিত হয়ে হলেন নেত্রকোণা দুর্গাপুর পৌরসভার মেয়র। গল্পটা একটু ব্যতিক্রমই বটে। কারণ, মেয়র নির্বাচিত হয়ে তিনি গ্লাসবন্দী রুমে আবদ্ধ হয়ে যাননি।
পূর্বে ত্রাণ আনতে যেতে হলেও এখন মেয়র হওয়ার পর ঘরে ঘরে এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন মেয়র আলাল। এমনকি ঈদ উপহারের খাদ্যসামগ্রীগুলো নাগরিকদের ঘরে ঘরে পাঠাচ্ছেন মেয়র।
নবনির্বাচিত মেয়র আলাল উদ্দিনকে নিয়ে অকপটে এমনই বলছেন, দুর্গাপুর পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা। মেয়র নিজ অর্থায়নে এই ঈদ-উল ফিতরকে কেন্দ্র করেও বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
করোনা মহামারীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অর্থনৈতিক টানাপোড়েনের কথা চিন্তা করে পৌর এলাকার সাত হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে চলছেন তিনি।
মেয়র আলাল বলেন, চলমান করোনা পরিস্থিতিতে আর্থিক সংকটে আছে বহু পরিবার। তাদের কথা চিন্তা করেই সামর্থ্য অনুযায়ী ঈদের খাদ্যসামগ্রী চাল, ডাল, নুডলস, সেমাই, চিনি ও তেল পাঠিয়ে দিচ্ছি। পৌরসভার আমার সহকর্মীরা খাদ্যসামগ্রী পৌঁছে দিতে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করছেন।
ঘরে পৌঁছে দেয়ার কারণ হচ্ছে আমি চাই না কেউ মিনিমাম লজ্জায় পড়ুক। এই করোনায় অনেক সামর্থ্যবান পরিবারকেও সংকটে ফেলে দিয়েছে। আমি চাই সবাই নিজের সম্মান নিয়ে বাঁচুক।
ফয়সাল চৌধুরী
০৬-০৫-২০২১ বৃহস্পতিবার
