নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম চিড়িয়াখানায় নীরব সুন্দর পরিবেশে এসেছে নতুন ৫০ টি অতিথি। করোনার পূর্ববর্তী সময়ে মানুষের নোংরা করা পরিবেশ এবং প্রাণীদের উত্যক্ত করার প্রবণতা দেখা যেতো বলে প্রাণীর বাচ্চা জম্মদান ব্যাহত হত ব্যাপক হারে। কিন্তু বর্তমানে দর্শনার্থী নেই বললেই চলে। এতে, নিজেদের অনুকূল পরিবেশ পেয়ে স্বাভাবিক বিচরণ করছে প্রাণীগুলো । যদিও, ২৩ অগাস্ট থেকে খুলে দেয়া হয়েছে প্রায় ৬ একর জায়গা জুড়ে বিস্তৃত চট্টগ্রাম চিড়িয়াখানা। তাও দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ছে না। এই মৌলিক বিষয়টি একটু চিন্তা করলে বাংলাদেশের সর্বত্র ঘটছে। মানুষের এতোদিনের করা প্রকৃতিকে অবহেলা, প্রকৃতির জন্য নিয়মানুবর্তিতা মেনে চলা সবকিছুতেই অবাধ্যতা দেখিয়েছে মানুষ। তারই জন্য হয়তো প্রকৃতি নিজেকে মানব শূন্য করে সুস্থ করে তুলছে। কিন্তু মানুষের কি সেই বোধদয় আছে! আদৌ কি কখনো হবে? সময় এসেছে নতুন করে ভাবার।।।