নিজস্ব প্রতিবেদকঃ করোনার অস্থিরতা কাটতে না কাটতেই সফলভাবে শেষ হয়েছে ইউএস ওপেন। নতুন রাজার সন্ধানও পেয়েছে টেনিস বিশ্ব। তারই ধারাবাহিকতায় অাজ থেকে শুরু হলো ফ্রেন্জ ওপেন। করোনায় মারাত্মক বিপর্যয়ে পরা সত্যেও টুর্নামেন্ট অায়োজন করছে কর্তৃপক্ষ।তবে, থাকছে নানা বিধি নিষেধ। সামাজিক দূরত্বকে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। সেই সাথে দর্শকহীণ থাকবে না এই টুর্নামেন্ট। এক হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন। অন্য সকল খেলাতেই এই পর্যন্ত ছিল দর্শকদের অনুপস্থিতি। করোনার কারণে টেনিসের বিশ্বকাপ খ্যাত উইম্বলডনও অায়োজিত হয় নি এবছর। সেখানে, দর্শকদের অনুমতি দিয়ে এই করেনা কালে কতোটা সফলভাবে শেষ হবে এবারের French Open সেটাই এখন দেখার বিষয় ।এই মৌসুমে ফ্রান্সে যে কোনো খেলাই প্রচন্ড চ্যালেন্জিং হয় খেলোয়াড়দের জন্য। তাপমাত্রা থাকবে ১৫-২০° সেলসিয়াস। সেই সাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।।