বিশেষ প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারি উপজেলায় কমলাবাড়ি ইউনিয়নের কিসামত চরিতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ২০১৬ এর উদ্যোগে, চন্ডিবাড়ি গণ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। পাঠাগারটি কিসামত চরিতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত। এস এস সি ব্যাচ ২০১৬ এর সাথে একাক্তবোধ হয়ে সার্বিকভাবে পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করেছেন কিসামত চরিতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ।


উক্তপাঠাগারটি উদ্ভোধন করেন এ এবি এম ফেরদৌস (প্রভাষক, লালমনিরহাট সরকারি কলেজ), মোঃ আবু তালেব (প্রধান শিক্ষক, কিসামত চরিতাবাড়ি উচ্চ বিদ্যালয়) আরও উপস্থিত আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এ নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এস এস সি ব্যাচ ২০১৬। অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে শেষ করেন হাফেজ মোঃ নুরুলহুদা (ইমাম, চন্ডিবাড়ি জামে মসজিদ) ।