মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে চাকরির খোঁজে ঢাকায় এসে গাড়িচাপায় নিহত হয়েছেন রাহিমুল কবির (২০) নামে এক তরুণ।
মঙ্গলবার (১২ অক্টোবর) ভোরে রাজধানীর বিমানবন্দর এলাকার সড়কে গাড়িচাপায় নিহত হয়েছেন এই তরুণ।
জানা যায়, গত শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে চাকরির খোঁজে ঢাকায় আসেন নিহত রাহিমুল কবির। আজ সকালে গাড়িচাপায় নিহত হয়েছেন। রাহিমুল এর আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। করোনাকালে তাঁর চাকরি চলে যায়। পরে তিনি গ্রামে চলে যান। নতুন করে চাকরির খোঁজে তিনি ঢাকায় এসেছিলেন। তবে তিনি ঢাকায় কার কাছে এসেছিলেন, তা এখনও জানা যায়নি।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে জানায়, রাহিমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছয়তির গ্রামের লুৎফুল কবিরের ছেলে। আহত অবস্থায় সড়কে পড়ে ছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহিমুল এর আগে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। করোনাকালে তাঁর চাকরি চলে যায়। পরে তিনি গ্রামে চলে যান। নতুন করে চাকরির খোঁজে তিনি ঢাকায় এসেছিলেন। তবে তিনি ঢাকায় কার কাছে এসেছিলেন, তা এখনও জানা যায়নি। এসআই জুয়েল মিয়া আরও বলেন, ‘রাহিমুলের চাচা শামসুল হক আমাকে জানিয়েছেন, ‘চাকরির খোঁজে গত শুক্রবার গ্রাম থেকে ঢাকায় আসেন রাহিমুল। তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে কোন যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সেটি এখনও শনাক্ত করা যায়নি।