নিজস্ব প্রতিবেদকঃ  করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অাবারো চালু হচ্ছে পবিত্র ওমরাহ পালন। এই সিদ্ধান্তের পর মক্কা মদিনার সমস্ত গুরুত্বপূর্ণ স্থান খুলে দেয়া হয়েছে। তবে, করোনা সংক্রমণের ব্যাপারে সজাগ দৃষ্টি রেখেছে কর্তৃপক্ষ। ওমরাহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা বলেন,  মোট চার ধাপে পালিত হবে পবিত্র ওমরাহ পালন। প্রথম ধাপে শুধু সৌদি নাগরিকগণ ওমরাহ পালন করবেন। এরপর ধাপে ধাপে সমগ্র বিশ্বের মুসলমানদের সুযোগ প্রদান করা হবে। সংক্রমণের ঝুঁকি এড়াতে ধীরে ধীরে বৃদ্ধি করা হবে ওমরাহকারীদের সংখ্যা। ওমরাহ পালনের জন্য প্রতিবছর শত শত ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে অাগমন করেন।।