ঢাকায় চিকিৎসকের বাসায় গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশু বরিশালের উজিরপুর হাসপাতালে কাতরাচ্ছে। জানা গেছে, হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের ননী বাড়ৈর মেয়ে নিপা বাড়ৈ পঙ্গু হাসপাতালের রেজিস্ট্রার ডা. সিএইচ রবিনের বাসায় কাজ করত। ওই চিকিৎসকের স্ত্রী রাখির অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে নিপা। গৃহকর্মী নিপা বাড়ৈ জানায়, কাজের শুরু থেকে সামান্য ভুলত্রুটি হলেই তার শরীরে কখনো খুনতি দিয়ে আঘাত, কখনো বা ধারালো চাকু দিয়ে কোপ মারত। এমনকি চিৎকার দিলে গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে মাথায় আঘাত করত। এতে তার শরীরের দুই হাত, হাতের আঙুল, মাথা, গলায়, মুখমণ্ডল ও পিঠসহ বিভিন্ন স্থানে অনেক ক্ষতের সৃষ্টি হয়েছে। ২১ ফেব্রুয়ারি গৃহকর্মী নিপা বাড়ৈর ওপর ডাক্তারের স্ত্রী নির্যাতন চালালে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওসি জিয়াউল আহসান জানান, সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর হাসপাতালে দায়িত্বরত ডাক্তার নূসরাত জাহান সাকি জানান, শরীরে কিছু ক্ষত নতুন আর অনেক ক্ষত পুরাতন। তবে তার চিকিৎসা চলছে।