কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে যৌতুকের জন্য পাশবিক নির্যাতনে নুরুন হুজ্জাতুনকে হত্যা এবং সাত মাস বয়সী শিশু নেহাকে মাতৃহারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের শরিফেরহাট মোড় সড়কে নির্মম এই ঘটনায় হত্যাকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুর রউফ সরকার, নিহতের বাবা আক্তারুজ্জামান বাতেন, মা মুন্নি বেগম, শিক্ষার্থী ফারিদ ইসলাম, কামরুজ্জামান প্রমূখ।