নিজস্ব প্রতিবেদকঃ  চীনা জে২০ যুদ্ধবিমান চীনের সম্প্রতি তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান।যার প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে  ভারত ফ্রান্স থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ক্রয় করে।দেখার বিষয় চীনের তৈরি এই জে২০ এ কি কি অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে বলে চীন দাবী করে আসছে :
চীনা জে২০ হলো ফোর্থ জেনারেশনের  সুবিধা সম্পন্ন যুদ্ধবিমান।এটি একটি স্টেলথ্ এয়ার সুপারিওটি ফাইটার। এর ওজন খালি অবস্থায় ১৯ হাজার কিলোগ্রাম। জ্বালানি ও অস্ত্রশস্ত্র সহ যা হবে টেক ওফ ওয়েট ৩৭ হাজার কিলোগ্রাম। বিমানটির দৈর্ঘ্য ২০.৫ মিটার। এর ডানার দৈর্ঘ্য ১৩ মিটার।
চীনের তৈরি এই জে২০ এর গতি  ঘন্টায় ২২২২.৬ কিলোমিটার। এবং এটি ঘন্টায় ৫০,০০০ ফুট উপরে উঠতে পারে। চীন অারো দাবী করছে এটি পি এল – ১৫ ক্ষেপণাস্ত্র নিতে সক্ষম। এছাড়া,  দাবী করা হচ্ছে জে২০ বিমানটি ইনফ্রারেড অনুসন্ধান, ট্র্যাকিং সিস্টেম, ক্রস সেকশান রাডারে শত্রু বিমান চিহ্নিত করতে সক্ষম বলে।
চীনের এই দাবীর বিপরীতে ভারতের সামরিক বিশ্লেষকরা রাফায়েলের পক্ষে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে। ভারতের আমদানি করা রাফায়েল এবং চীনের নিজের তৈরি করা জে২০ নিয়ে দুই  দেশের সামরিক বিশ্লেষকরাই একে অপরকে এক হাত নেয়ার চেষ্টা করছেন।