নিজস্ব প্রতিবেদকঃ
চীন সরকার তাদের নিজেদের দেশে তৈরি করোনার টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে। শুধু মাত্র যেসকল রোগীরা করোনায় অাক্রান্ত হয়ে উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের ওপরই ব্যবহার করা যাবে এই টিকা। চীনের করোনা টিকা উন্নয়ন কমিটির প্রধান ঝেং ঝংওয়ে তাদের এক রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলে এই টিকা বিষয়ক কিছু কর্মপরিকল্পনার কথা তুলে ধরে।
পরিকল্পনার মধ্যে রয়েছে প্বার্শপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ, প্বার্শ প্রতিক্রিয়া দেখা দিলে তা থেকে সেরে ওঠা, ক্ষতিপূরণ প্রদান করা ইত্যাদি। এর মূল কারণ হলো টিকা প্রদান সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তা খতিয়ে দেখা। এই টিকা উন্নয়ন কমিটি গত ২২ জুলাই এই টিকার জরুরি প্রয়োগ শুরু করেছে। পরীক্ষার সব পর্যায় এখনো শেষ হয় নি।।