নিজস্ব প্রতিবেদকঃ ১৫ অক্টোবর বাংলাদেশের চট্টগ্রাম বিমান ঘাটিতে নিজস্ব পাইলটের তত্ত্বাবধায়নে ৭ টি কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ যুদ্ধবিমান চীন থেকে এসে পৌঁছে। এই বিমান গুলো চীন বাংলাদেশ সামরিক চুক্তির অাওতাধীন অংশ। বিমান গুলোকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান সহ অারো অনেকে। দক্ষ এবং সাহসী ফাইটার পাইলট তৈরি করতে এই কে-৮ ডব্লিউ যুদ্ধবিমান ব্যাপক সহায়তা করবে বলে অাশা করা হচ্ছে।।