চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় র্যাব কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে বাংলা মদসহ দুই আসামি গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২০শে মে) সকাল ১০টার দিকে পৌরশহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০ লিটার বাংলা মদসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা পৌরশহরের ৫নং ওয়ার্ড এলাকার পৌর কলেজ পাড়ার মোঃ রায়হান আলীর ছেলে মোঃ খাইরুল ইসলাম (৩০) এবং ৪নং ওয়ার্ড এলাকার মসজিদ পাড়ার মৃত বানাত আলীর ছেলে মোঃ শহিদ আলী (৫০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পৌরশহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার তরিকুল সাইকেল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে দু’জন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দখল হতে উদ্ধার করা হয় ৫০ লিটার বাংলা মদ।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।