চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাচ্চু (৪৫) নামের একজন গুলিবিদ্ধ হয়েছে। তিনি পৌর এলাকার মৃত আরিফিনের ছেলে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬শে ফেব্রুয়ারি) বেলা ৩টা ৫০ মিনিটের সময় চুয়াডাঙ্গা বাসটার্মিনাল এলাকার ঝিনাইদহ বাসস্ট্যাণ্ডের ইফাদ মটরসের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনা শোনামাত্র দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তাদের হাতে ৬ রাউণ্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ আটক হয় বাকের নামের এক আসামি। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গা কলোনিপাড়ার সাহেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। অন্যান্য আসামিদের ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।