চুয়াডাঙ্গা প্রতিনিধি: আজ ২২ ই মে রোজ শনিবার বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যাশা সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থ ও মানসিক প্রতিবন্ধী শিশুদের সুযোগ- সুবিধা বৃদ্ধির লক্ষে বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি সুমন ইকবালের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কো অর্ডিনেটর আসাদুজ্জামান আসাদ সহ সভাপতি হাবিব সাদাদ, তরিকুল জনি,মেহেদি হাসান ও  অত্র স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষিকাবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন।উক্ত অনুষ্ঠানে সুমন ইকবাল সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মানসিক প্রতিবন্ধী’র বিভিন্ন কৌশলে স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলসভাবে  কাজ করে যাচ্ছেন।  তাঁরই ধারাবাহিকতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। স্কুলের পাশাপাশি যাতে বাইরের মানসিক প্রতিবন্ধী শিশুরা এই ধরনের সুযোগ-সুবিধা পায় সেদিকে যাতে লক্ষ রাখে এবং স্কুলে অধ্যয়নরত মানসিক প্রতিবন্ধী শিশুরা অনলাইন ক্লাশে অংশ গ্রহণ করতে পারে সেইজন্য তাদের স্মার্ট ফোন দেওয়ার জন্য অনুরোধ জানান।