নিজস্ব প্রতিবেদকঃ জামালপুর সদর উপজেলার, ৫ নং ইটাইল ইউনিয়নের জাগির মির্জাপুর গ্রামের স্হায়ী বাসিন্দা মৃত হাজী আবেদ আলীর ২য় ছেলে হুমায়ুন কবীরকে মারধর করেন তারী ৬ নং ছোট ভাই আতিকুল ইসলাম, ৩নং ছোট ভাই মাহমুদুর রহমান হোসেন এবং তার ছেলে সাদিক মাহমুদ।
স্হানীয় প্রতক্ষদোষীদের দেয়া তথ্যমতে, পিতার অবর্তমানে আবেদ পরিবারের অভিভাবক শেখ হুমায়ূনের একমাত্র বড় ভাই সম অধিকারের ভিতিওে উক্ত ভূমির স্বত্ব প্রদান করেন শেখ হুমায়ূনকে,কিন্তু শেখ হুসেন, তার ছেলে সাদিক এরং আতিকুল ইসলাম, শেখ হুমায়ুনের ভূমিতে জোর পূর্বক স্বত্ব নিতে যায় এতে শেখ হুমায়ূন বাঁধা দান করতে গেলে সাথে তাদের ৩ জনের সাথে বিরোধের সৃষ্টি হয়, এক পর্যায়ে হোসেনের ছেলে সাদিক তার বাবার সামনেই, তার বাবার বড় ভাইকে গলায় চাপ দিয়ে ধরে আঘাত করে এবং একাধারে কিল ঘুষি শুরু করে কিন্তু তার বাবা কোন প্রকার বাঁধা প্রদান করে নি।
এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর, হুসেন, ও আতিকুল এসে ৩ জনে মিলে মারধর শুরু করে এতে শেখ হুমায়ূনের নাক এবং দাঁতের মারি ফেটে রক্ত বের হয়।
হুসেনের ছেলে তার বাবার বড় ভাইকে উদ্দেশ্য করে অসামাজিক কথা সকলের সামনে প্রচার করতে থাকে।
এতে শেখ হুমায়ূনের স্তী অসহায় হয়ে, এই নেক্কার জনক ঘটনার বিচার চাওয়ার কথা বলে, এর উত্তরে হোসেন অসামাজিক ভাষায় তাকে গালি দেয়।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর দেয়া তথ্যমতে,
শেখ হুময়ুনকে তারা ৩ জন মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে এবং তারা তাদের আত্মীয় স্বজনের নিকট বিভ্যান্তিমূলক তথ্য ছড়ায় এবং তাদের নির্দোষ বলে দাবী করতে থাকে।