চট্টগ্রাম (বাঁশখালী প্রতিনিধি)ঃ গত ০৬ই মার্চ দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাজেরা তজু বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক এস.এম. আইয়ুবের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ ইউনুছ তালুকদারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দিন খান,সংবর্ধিত অতিথি হিসেবে অধ্যাপক এস. এম. আইয়ুব বিশেষ অতিথি হিসেবে চাম্বল চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বাঁশখালী হামেদিয়া রহিমা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন আমদের সবার একটাই উক্তি শেখ হাসিনা সরকার বারবার দরকার। এছাড়াও মাস্টার আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবন উপহার দেন। প্রধান আলোচক হাজেরা তজু বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বদির উদ্দিন খান বলেন প্রতিটা ঘরে ঘরে আমরা এস.এম.আইয়ুব চাই। তাছাড়া সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি অধ্যাপক এস.এম আইয়ুব বলেন আমি আপনাদের সন্তান। আমি আপনাদের মনের প্রতিনিধি হিসেবে ঠাঁই পেতে চাই।
পরিশেষে জনসাধারণকে সাক্ষী রেখে সংবর্ধনা উৎসর্গ করলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে।