নিজস্ব প্রতিবেদকঃ কিছুদিন অাগেই ভারতের পশ্চিমবঙ্গের অাশুতােষ কলেজের মেধাতালিকায় নাম অসে বলিউডের
ছবিতে কাজ করা এক সাবেক পর্নোতারকার।যিনি ভারতে ভীষণ জনপ্রিয়। তা নিয়ে নেটদুনিয়ায় কম হাসির পাত্র হয় নি কলেজটি। বিষয়টি গড়িয়েছে থানা পর্যন্তও। সেই রেশ কাটতে না কাটতেই অাবারাে একই
ঘটনার পুনঃবৃত্তি হলাে পশ্চিমবঙ্গের বারাসাত কলেজে।সেখানে ভর্তি মেধাতালিকায় পাওয়া গেলাে নীল ছবির
দুনিয়ায় প্রথম সারির চারজন তারকার নাম।যা নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পরেছে কলেজটি। যদিও,
কলেজটির প্রশাসন বলছে তাদের কলেজের মূল মেধাতালিকার সাথে এই তালিকার কোনাে মিল নেই।তাদের ধারণা কলেজের নাম খারাপ করতেই দুষ্টচক্র এই কারসাজি করেছে।বারাসাত সরকারি কলেজের ছাত্রসংগঠন এর তীব্র প্রতিবাদ জানায় এবং বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে নামার অাভাস দিয়েছে তারা।উল্লেখ্য,নীল ছবিতে অাসক্তের তালিকায় ভারত শীর্ষস্থানীয় একটি দেশ।বলিউডের ছবিতেও নীল ছবির তারকাদের সুযােগ করে দেয়া হয়ে থাকে।।
Show quoted text